হাতুড়ি কোদাল চালায় যারা
দেশ গড়েছে তারা,
তাদের রক্তে বাবু সাব সব
তারাই সর্বহারা।


পায়নি কখনো শ্রমের দাম
ন্যায্য দাবি যেটা,
শোষনে শোষনে নির্যাতিত
খায় হাতুড়ি পেটা।


ওদের ঘামে মিল কারখানা
গড়ে  চিলেকোটা,
ইটের গায়ে লেগে থাকে
রক্তের ছিটেফোটা।


ওদের ঘাড়ে সোয়ার হয়ে
পার হয় কতো জনে,
মালিক নামের ছুঁচোরা সব
তুলোধনা ধোনে।


সাহেব জনের হাসি ফোটায়
জীবনের বিনিময়,
তোমার আমার জন্য তারা
তিলে তিলে হয় ক্ষয়।