প্রাণবন্ত শ্রাবণ
মুহাম্মদ ইব্রাহিম বাহারী


ঝরোঝরো শ্রাবণ মেঘে
ঝরছে বারী তুমুল বেগে
কান্না চোখে শ্রান্ত দুপুর
জলে ভরা ক্লান্ত পুকুর।


ডুবসাতারে হাসের খেলা
দস্যি ভাসায় কলার ভেলা
ভরা যৌবন গাঁয়ের নদী
জল ছোটে তার নিরবধি।


মেঠোপথে কর্দমাতে
আছাড় খাচ্ছে দিনে রাতে
বিবর্ণ সব গাছের পাতা
গাছের তলে ব্যাঙের ছাতা


ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙর ডাকে
প্রাণবন্ত শ্রাবণ থাকে।