লাল সবুজে স্বপ্ন ওড়ে
মুহাম্মদ ইব্রাহিম বাহারী


মাঠে মাঠে সোনার ফসল
হলুদ বরণ বেশ,
গন্ধউতাল মন ভরে যায়
ধানের পরিবেশ।


নোলক দোলা ধানের শিষে
ঝিলিক মারে বিল,
সোনার রঙে হারিয়ে যায়
আকাশ গায়ের নীল।


নীল হারিয়ে আকাশ কেবল
বিলে একাকার,
কার্তিক আসে ধানে হাসে
রূপের শোভা তার।


সেই রূপেতে চাষা আমার
আশায় বাধে বুক,
লাল সবুজে স্বপ্ন ওড়ে
বাংলাদেশের সুখ।