স্মৃতি পাতা
মুহাম্মদ ইব্রাহিম বাহারী


কেমন ছিলাম কিশোর বেলা
জাগছে সে সব স্মৃতির ভেলা
ঘুড়ি লাটাই সুঁতোর টানে
মই দিয়েছি পাকা ধানে!


বটের ঢোঁড়ের পাখির ছানা
ভরদুপুরের দস্যিপনা
বিকেল বেলা খেলার মাঠে
অংক কসার বিদ্যেলাটে।


শাপলা ফোটা খালের জলে
ডুবসাতারে দলে দলে
খেলছি কতো মজার খেলা
ময়ুরপঙ্খির কলার ভেলা।


জোসনা মেখে উদোম উদোম
মাসকোলই যে করতাম গুঁদোম
আগুন জ্বেলে হোঁড়াবড়া
তখন কী আর হতো পড়া?


চৈতিরোদের চড়ুইভাতি
পারুল ছিলো রান্না সাথী
সেসব দিনের স্মৃতি পাতা
স্মরণ হলে ঘোরায় মাথা।