দেখেছি নিখিল দিগন্ত প্রান্তর,
চিরহরিৎ সবুজের আভা।
বিশাল আকাশের নীলাভ চিত্র-
এ যেন জিবন্ত সিনেমাটিকের মত পাওয়া।


পাশে থাকা প্রেয়সীর ছড়ানো চুলের কেশর
এ যেন হারিয়ে গিয়েও ফিরে পাই,
লেগে থাকা তোমার আলিঙ্গন।


দখিণা বাতাসের প্রবলতা,চেয়ে থাকা
অপলক দৃষ্টিতে তোমার পানে।
এত্ত কিছুর পরও শেষ হয় নি তোমার দেখা-
একসাথে ক্ষণ সময়ে দু'জনা একি পথে চলা।


আর কি হবে দেখা বিশাল এই প্রন্তশালায়,
হয়তোবা তোমার হাতে হাত রেখে একি পথে দুজনার পথ চলায়।


ব্যস্ততা হয়তো সম্মুখে এসে দাঁড়াবে,
হবে না দেখা তোমার, আমার সাথে।
তবে কি, ভালবাসার মুসাফির ক্লান্ত নয়,
সে হেটে বেড়াবে গাইবে ভালবাসার গান।


প্রিয় আরেক বার কি দেখা হবে,
কোনো এক বটতলীর নীচে।
অথবা নিরবধি কোন এক স্থানে, যেখানে-
মানুষের বিরলতা থাকবে না,
থাকার মধ্য থাকবো শুধু তুমি আর আমি।
দেখা হবে তো? অপেক্ষারত সেই পথিক।