হতে পারে তারা অল্প রাগী আর অভিমানী।
তারা হল নিঃস্বার্থ ভালোবাসার খনি ।
তাদের সাথে মোদের জন্ম জন্মান্তর।
সর্বস্ব বিলীন করে গড়ে তারা সুখ সংসার ।
আজ তারা ভয়ে কম্পমান ।
চলিতে পারেনা একা একা বেশীক্ষন ।
আজ তারা ধর্ষেনর পাএ ,
আজ তারা শোষনের বস্ত্র ।কেন?
কেন হবে এরখম ।
আজ মুখ খুলতে তাঁরা পায় ভয় ।
কে জানি কি যে হয় ।
ভয় তাদের এটা ।
হয়তো চাপটে পড়িবে পিটা।
তাঁরা আজ বঞ্চিত স্বধিকার থেকে।
চল হই অঙ্গিকার দেব তাদের সমধিকার।
তাদের সদা করিব সম্মান
করিব না কবু অসম্মান ।