আকাশ বুঝি হয়েছে ছিদ্র—
থামে নাতো বৃষ্টি,
ঝর ঝরিয়ে বৃষ্টি ধারায়
করবে নাশ সৃষ্টি ।
        কালো মেঘ কাছে এসে—
        ডাকছে কড়াং কড়,
        ঘর-বাড়ি হেলে-দুলে
         ভাঙছে মরাং মর ।
অসহায় যত জীবকুল সব—
হয়েছে ঘর ছাড়া,
থাকবে কোথা খাবে কি?  
তাইনা পাগল পারা ।
       খেতের ফসল আরতো নাই—
        সবই হল ক্ষয়,
        কোথায় যাবে থাকবে কোথা
         হয়েছে নয় ছয় ।
বানভাসি সব মানুষ গুলো—
হয়েছে যে নিরাশ্রয়,
বাঘে-মানুষে একত্রে থাকে
নাইকো এখন ভয় ।
       নদী-নালা ডোবে ভাসে—
       ছুটে আসে বান,
       প্রাণের দায়ে পালায় সবাই
        আসে নাতো ত্রান ।
দোহাই তুমি ইন্দ্র দেব—
আর দিওনা বৃষ্টি,
অকালে তুমি করবে নাশ
তোমারই সাধের সৃষ্টি ।