অভিনয় নাকি অভিমান?
কিসের তরে  আসো তুমি
বলবে কি তা আমায়?
জোছনা আলোয় এসে আবার
শিয়ালের ডাকে পালাও
ভালোই যদি না লাগে ভাই,
আসো তবে কোন আশায়?


থাকবেই যখন যাওনা থেকে
পালাও তবে কার দ্বিধায়?
অনল হয়ে আসো ঠিকই
সলিল করে পালাও
আবার যদি আসো কভু
বলে যেয়ো কানে তবু
রাতের ঘুম আর পাতের খাবার
আর কি কি চাই তোমার?


অভিমান তো আমারও হয়!
হৃদয় অশ্রু আমারও বয়
রাত্রি গভীর সবাই নিবিড়
আমার চোখে জল,
এটাই কি তোর মনের চাওয়া
বলনা আমায় বল।