রিম ঝিম রিম ঝিম বৃষ্টি ঝরে
মেঘলা আকাশ সবুজ বনে
পল্লি গায়ের পথের ধারে,
হলুদ পাখি যায় যে উরে
বাবুই পাখি নেই যে ঘরে।


নারকেল পাতার ছায়াতলে
একটি পাখি আখি মেলে
দেখছে নিখিল জগৎটারে,
উড়বে আবার ডানা মেলে
থাকলে বৃষ্টি রৌদৌ এলে।


সবুজ বনের অন্য ধারে
তন্দা থেকে হঠাৎ জেগে,
একটি বগি বলছে আহা
যেতে হবে অনেক দূরে,
বৃষ্টি বুজি থামলো এবার
উরবো এখন ডানা মেলে।