কষ্ট শত সয়েছো মা
তুমি আমার জন্য,
ক্ষুধা পেলে না খেয়ে মা
দিয়েছো আমায় অন্ন।


নির্ঘুম কত কাটিয়েছ মা
আমায় করতে লালন,
শত কষ্ট সয়েছো মা
শোনোনি কারো বারণ।


কত কষ্ট সয়েছো মা
করোনি কভু প্রতিবাদ,
মাথায় আমার চুমু দিয়ে
করেছো শুধু আশীর্বাদ।


তোমার মতো আপন মাগো
কেউ না আমার হবে,
তোমার মতো সুখে দুঃখে
কেউ না আমার রবে।


ভুল করিলে কভু মাগো
করে দিও সব ক্ষমা,
তোমার কোলে সুখ গুলো মোর
রাখা আছে সব জমা।