গভীর রাত!তুষারপাত!তুষার বেয়ে বেয়ে পড়ে আমার চিবুক ছুঁয়ে!হাঁটছি বরফের রাস্তায় একাকী! লোকালয় সবুজ আকাশ সবই আজ ফাঁকা,সমস্ত রাস্তাঘাট তুষারে ঢাকা!
নিরন্ন প্রেম ফেরে নির্জন এই তুষার হাটে!
কল কল শব্দ শুনি এই তুষার বাতাসে!
বুকের ভিতর তপ্ত  আগুন দাউদাউ করে জ্বলছে!বিষন্ন মন আমার হতাশায় কাটছে!!
একাকিত্ব মনটা ফিরে খুঁজে মলিন ইতিহাস!
দিকশূন্যপুর ঘুরে ক্লান্ত আমি পথের ধারে!!