মাঝে মাঝে নিজেকেই অচেনা ও মুল্যহীন মনে হয়!
অনেকটা সংকীর্ণ মানসিকতা নিয়ে পার করেছি জীবনের অধিকাংশ সময়!
আকাশের মত উদার আর সমুদ্রের মত বিশালত্ব হ্নদয় আমার নেই,
তাইতো বিষন্নতার রাস্তা দিয়ে চলতে হয় রাতের অন্ধকারে নি:সংগভাবে একাকী!
রেললাইনের কিনারা ঘেঁষে নিস্তব্ধ বসে অন্ধকার হাতড়ায়ে ধীরে ধীরে লাইটার খুঁজি,
নিকোটিনে আসক্ত হয়ে ধুম্রকুন্ডলী পাকিয়ে তোমার ঘ্রান নেই কিছুক্ষন।
নিকোটিন ছাড়ে না আমায়,
হাতে জ্বলন্ত সিগারেট,নি:শ্বাসে বিষাক্ত ধোঁয়া,
ধোঁয়া উড়িয়ে নেয় আমার কস্টগুলি,নিকোটিনের ডানায় আমি বরং ক্ষতবিক্ষত হই!!
গাছের ডালে ডানা ঝাঁপটায় রাত জাগা পাখি..!!
তবুও আমি তোমার কাছে আসি কল্পনায়,
ভালবেসে কল্পনার নীড় গড়ি!!
তোমার আমার মাঝের অদৃশ্য দূরত্ব আমাকে বহুকাল তোমার কণ্ঠ শুনতে দেয়নি,
বুকের সীমান্ত বন্ধ করে রেখেছো তুমি কিন্তু
তৃষ্ণার্ত আমার হৃদয়,
আঁখিপটে ক্লান্তির অবসাদ জাগেনা স্মৃতি রোমন্থনের এক অনিন্দ্যসুন্দর রাতের পৃথিবীতে...!!!