“সংবাদ শিরোনাম”


চারিদিকে আজ পৈশাচিক উল্লাস,
খুন, ধর্ষন, আর গুম।
চলন্ত বাসে যৌন হয়রানি,নারীর সম্ভমহানি।
মুহুর্মুহু গুলির মধ্যে মুত্যুপথযাত্রী একরামের আর্তনাদ,
টেকনাফে বালুর উপর পরে থাকে ক্রসফায়ারে নিহত কমিশনারের লাশ,
ক্রসফায়ার হয়না কেন কোন মাদক গডফাদার ?
রিক্সাওয়ালা,দিনমজুর ও কৃষক হয়ে যায় মাদক ব্যাবসায়ী,
আইন শৃংখলা বাহিনীর পকেটভারী।
চাঁদাবাজদের কাছে জিম্মি এ দেশ,
বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি
লুটেরা বিত্তবানরাই রাস্ট্রক্ষমতার নিয়ন্ত্রনধারী।
বিনোয়োগকারী সুতীব্র আর্তনাদ,চিৎকার,
মাফিয়া সিন্ডিকেটের হাতে বন্দী শেয়ারবাজার।
নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের দৌরাত্মে অসহায় মানুষ,
দুর্নীতি শিরা-উপশিরায় মহামারীর মত ছড়িয়ে,
রক্তাক্ত গনতন্ত্রের উৎসবে অসহায় আমজনতা,
সমুদ্র সৈকতে পাথরের উপর ধর্ষিতা তরুনীর লাশ,
মানবতা আজ ভুলুন্ঠিত,বিবেক আর বেঁচে নেই।