একই পথে কারো গেছে শ্মশান কাঠ
আবার অচেনা নববধূর দোলাও


ভোরের কৃষক পাগড়ি বেঁধে রওনা দেয়
কোনো মা সন্তান খুঁজে গিয়েছে এখানে
সাইকেল পন্য নিয়ে হাঁকতে হাঁকতে বছর চোদ্দর
কিশোর ঢুকে পড়ে পাড়ার মোড়ে
দূর্বাঘাস মাড়িয়ে কেটেছে বাল্যকাল আমাদের


অনন্ত পথ শুয়ে থাকে সবুজ মাঠের ভেতর
বুকে তার কত ভার কত তৃষ্ণা
প্রতি ধুলো কণায় মিশে যায় আমারই রেণু পরমাণু