বাঁশিওয়ালা
ছাদের কোণে দানা ছড়ানো অভ্যাসে
কত রঙিন পাখির ঝাঁক নেমে আসে প্রতিদিন
গলা ফুলিয়ে খুনসুটি আর পায়ে পায়ে সুরেলা ছন্দ
চোখের নিবিড় ভাষা বলে যায় আনন্দকথা
তারপর হঠাৎ একদিন
এক মেছো বেড়াল দলে দিল ঝাঁপ
কত হৃদয় করে দিলো রক্তাক্ত
আমিও কেমন করে হয়ে গেলাম দূরসম্পর্ক
এখন একা বসে থাকি
মুঠো থেকে ঝরে পড়ে সোনালি দানা
চেনা দৃশ্য কোথায় যেন হারিয়ে যায়
কার কাছে পাতবো হাত এবার