১০৫/
কন্টক অলিন্দ গ্রাস করে আমার সমগ্র

রুক্ষ দুচোখ বুজে আসে ধূসর চেতনায়
আর জ্বলন্ত বিড়ির ধোঁয়ায় জারিত হই ক্রমশ
১০৩/
আত্মহত্যা থেকে ফিরে পাখিটা ডালে একা
এখনো সে বোঝে না মুদ্রার শব্দ নিঃশব্দ

কোনো বোধ তাকে নিয়ে চলে পর্বান্তরে
৯৩/
জানো আর একবার পূর্বমুখো হতে চাইছি

যত রঙ তবু নিয়ে গেল উড়ো প্রাণভ্রমর
স্তম্ভিত স্থবির হয়ে গেলাম