সরল হৃদয় পাখিরও বিষন্নতা দেখেছি


সজনের মরা ডালে সারারাত একা তুলোফুটকি
নিমজ্জিত ঠোঁটের বিষন্ন পালকে ঝরে নীরব কান্না
উড়ান স্বপ্নে পতাকার জয়গান নেই আর
বাঁশি বাজে না কৃষ্ণ সখার একথা বলবে কাকে
কাগজফুল গাছের তলায় ছেঁড়া বাসা
তারই মতো বিষন্ন ঝুলে রয়েছে


একথা কেউ জানবে না
অসীম আকাশের নীচে তারও ভালোবাসার নীড় ছিল
সখার ঠোঁটে ঠোঁট রেখে গ্রাম পেরিয়ে উড়ে যেত
নিমপাতার ফোকর গলে পটচালার অন্ধকার গলি ছেড়ে
এখন সে হারিয়ে যাবে এক যুগান্তরের কাছে