গভীরে চারিয়ে যাওয়া শেকড়েই বড় হচ্ছি
ক্রমে তার শাখা প্রশাখা ; ব্যাধিও
শেকড়ের এক শরীর থেকে আর এক শরীরে
কান্ডে লতায় পাতায় মাথায়ও
পচন ধরা অঙ্গ কাটতে কাটতে গলার কাছে পৌঁছাই
কোথায় শেষ খুঁজতে খুঁজতে আসে আরো ব্যাধি
সমূল উৎখাত প্রক্রিয়ার স্থগিত ভাবনায়
অতলান্তের নিশানা ভরে বিরাট গর্ত
কাটা শেকড়েই বড় হই ব্যাধির নামান্তরে