আকাশ কালো মেঘে ছেয়ে এলে
দুঃখের বোঝা ভার হয় আর একলা হয়ে যাই
দূর গ্রামের শ'য়ের কথা মনে পড়ে
তখন হলুদ কথা সামনে এসে দাঁড়ায়
চোখে ভাসে স্মৃতির আলরাস্তা


শান্ত কলাপাতার ফাঁকে দৃষ্টির অবশ মায়া
ভেসে ওঠে এক বিরাট মেঘমুখ