আচ্ছা মৃণাল ,
বলতে পারো , আমার মধ্যে এত ভাঙন কেন
যতটুকু গড়ি ,
দিনের পর দিন ভাঙি নিঃশেষে
তুমি বলতেই পারো , তবেই তো সৃষ্টি
কিন্তু না , এ ভাঙন ধ্বংসের
যেন পৌঁছে যাই মৃত্যুর কাছাকাছি
আবার ফিরে আসি , কেন জানো , ভয়ে
তবু্ও জীবন থাকে না
শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকি ধ্বংসস্তুপের উপর
যেখানে কোনও আলো নেই মায়াবী হাত নেই
বন্যায় ধুয়ে গেলে গাছগাছালির কঙ্কাল পড়ে থাকে
আমারও হৃদয় তাই , যেখানে কোনও দিন লেখা হয় না
পল্লির সবুজ-কথা
এ নিঃশ্বাস-প্রশ্বাসের নাম কী, মৃণাল