১.সংস্কৃতি
ধ্যানস্থ নীল শিব
মুদিত চোখে ব্রহ্মান্ড
তখন পাকা বটফলে বনশালিখ সংসার
আর পটলা মাথায় বাজারমুখী কৃষক


২.প্রাচীন
দীঘির পাশে বেগুন ক্ষেতে
ঠাকুর্দার টাঁকে রোদ ঘাম খেলা করে
মাটির বুকে প্রাণ জাগাতে জাগাতে
ইহকাল পরকাল করলো পার


৩.দ্বন্দ্ব
ঘরের ভেতর রক্তাক্ত কাঁটাতার
ভাগ হয়ে গেছে পূর্ব পশ্চিম
শুধু পর্দার ফাঁকে দৃষ্টি খোঁজে হামাগুড়ি সময়
ঈষান দেবতা কোণে জাগে প্রহর


৪. চিরন্তন
ঘরের ভেতর বৃষ্টি নামুক
মোঘলের পতনে শ্বাস নিক সবাই
ইতিহাস কাকে লেখে
ছবি আঁকে যুগান্তরের যোদ্ধা