ছায়া গাছের শ্বাস স্থির হয়ে আছে নিস্তব্ধ চারদিক
ঝিঁঝির গানকে হার মানাতে দূরে ড্রাম বাজাচ্ছে মেঘ
স্নিগ্ধ অন্ধকার মাঝে মাঝে চিরে যাচ্ছে এক চিলতে বিদ্যুৎ
এত সুন্দর মায়াময় রাত দেখিনি
হাসনুহানার বিভোর গন্ধে জোনাকিও স্থির পলক
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমির প্রেম ডাক ছেয়ে যায়
গন্ধরাজের আধো কুঁড়ির পরতে পরতে


আমার ঘুম কেড়ে ছিল যে বেদনাজাগা রাতপাখি
এত সৌন্দর্য উপহার দেবে ভাবিনি