বাবলা তলার রাস্তাটা হঠাৎ মোড় নেয়
তালডাংরার উচ্ছে খেতের আড়ালে
ফড়িং ধরা সকাল মুছে যায় কুঁড়ে ঘরে
দাদুর মাথায় নীরবে জ্বলছে একগোছা ধূপকাঠি
হাতে আগুন নিয়েছি পনের দিন
ভুত ভবিষ্যৎ অতীত মুছে যায়


কোল ঘেঁষে
গুটিসুটি তার চাদরে ঢুকে পড়া আর নেই
শাঁকচুন্নি রূপকথার দেশ বাতাসে ভাসিয়ে
সেও মিশে গেছে
আর ভয় পাই না চিতার ছাই দেখতে
একলা শু'লেই মাথার পাশে দাদু ঘিরে থাকে