নীরব যাত্রায় শেষ ঘন্টার চলন
কত কথা ভিড় করে রুদ্ধ কন্ঠে
অধীর দাগে পোড়া চোখ দেখে নিতে চায়
যেন আজন্ম ঋণ কথা ফুরাবে না আর
কন্ঠ-সুর বুক ভরা শ্বাসের মতো টেনে নিতে
এই তো শেষ ঝাপসা দৃষ্টি আকাশ ভরে
অবশ পা ক্লান্তি নিয়ে গুটায় পথ
পৃথিবীর মুক্ত হাওয়া জল মাটি সরে যায়