আধুনিক মুখরতা আজ ক্লান্ত চঞ্চল বিশ্বের
বাড়িতে বাড়িতে অরন্ধন সন্ধ্যা নীরবতা
সুক্ষ্ম আতঙ্ক চিন্তা চেতনায় চারিয়ে যায়
থমকে দাঁড়ায় আলোহীন রন্ধ্রপথ


ফুলসজ্জা থেকে শিশুর হাত আটকে যায় সকালপথে পৌরুষহীন সংসার আজগুবি রাস্তার কিনারে
অকাল আষাঢ়ে শুধু কালো মেঘই ভরে
স্থগিত বোঝাতে উঠে আসে শ্মশান শব্দ