এই আগুন‌ই ভরসা জানি
এই আগুন‌ই সম্বল ।
এই আগুনের পরশ মনি
একটু কথা বল !


এদিক ওদিক হাতড়ে মরি ,
হাতড়ে হাতড়ে স্নান ।
পারিনি কিছুই , শুধু
শরীর হয় আগুন সমান ।


এই আগুনে ভরসা রাখি
এই আগুন আমার একান্তে ।
এই আগুন পড়তে যদি
একটু খানি জানতে ।


একদিন চলে যাবো
এই আগুন নিয়ে ।
অনন্ত জনম পুড়বো
হয়তো একা দাঁড়িয়ে ।


তখন তুমি নিঃচিহ্ন
এই পৃথিবী থেকে ।
আমি তখন ও দাঁড়িয়ে পুড়বো ।
দুচোখ ভরে দেখবো,  পৃথিবী কে ?