একহাতে তোর ভেনিটি ব্যাগ ,
নইতো বা রাখলি নিজের কাঁধে ।
আমিও চাইলে নিতেই পারি
তবে হাত ধরা টা যেন বন্ধ না থাকে ।
রাস্তার গাঁ ঘেঁষে দূরে আরও দূরে
হাঁটতে হাঁটতে গেলাম না হয় হারিয়ে ।
মাঝপথে , ফুচকা দেখে , যাবো দাঁড়িয়ে
তুই সবার সামনে দিবি তো খাইয়ে ?
আর বেশি খিদে পেলে , রাস্তায়
হোটেল না হয় নেবোই খুঁজে ।
একই প্লেটে , ভাগাভাগি দরকার নেই
তুই না হয় বেশিই খাস মুখ বুজে ।
আমি না হাত বুলিয়ে খাইয়ে
দিলাম তোকে ।
তোর হাতে খাওয়ার জন্যে কিন্তু
তাকিয়ে থাকবো তোর দিকে ।
সন্ধে নামলে কি বলবি
অনেক হয়েছে আজ !
এবারে আমার পা ব্যথা করছে
আজ না হয় এখানেই থাক!
আমি তখন আদরে উঠবো বলে
চল এবার হাঁটবো শুধু আমি
তুই গলা জড়িয়ে থাক আমার কোলে ।