পৃথিবীর কাছে অনেক হিসাব
কেন সে মেটায় না !
সূর্যের সাথে অনেক কথা
কেন সে বলে না !
আমার চাঁদের সাথে অনেক বোঝাপড়া
কেন সে বোঝে না !
গাছের কাছে অনেক পাওয়া
কেন সে দেয় না !
আমার জলের কাছে অনেক চাওয়া
কেন সে দেয় না !
আমার পাহাড়ের কাছে অনেক দাবী
কেন সে শোনে না !
আমার ঝর্ণার কাছে অনেক প্রশ্ন
কেন সে উত্তর দেয় না !
সব প্রশ্ন নিমেষেই চুপ করে থেমে যায়
আমার পৃথিবী যখন আমায় বুকে জড়ায়