হয়তো এক একটা সেকেন্ড
এক একটা মিনিট ,
এক একটা সপ্তাহ , এক একটা বছর ,
তোমাদের কারাগারে বন্দী করে,
  এগিয়ে যায় .... ......
বন্দী না হলে ক্ষয়ে যেতে পারতো !
আমি আমার আকাশ , আমার রাস্তা ।
একদিন বন্দী সব  কে ফিরিয়ে নেবো ।
আপাতত আমাকে ভালোবাসার সাজা ,
তোমাদের কারাদণ্ড ......
না তো তোমারা মুক্তি পেয়েছো ,
না তো মুক্তি দেবো ।
আমি তোমাদের বন্দী দশায়
শুধু কাঁদি না , বুক টা রোজ ভাঙি ,
রোজ গড়ে ফেলি ....
মানুষ হয়েছি কথা রাখবো ....
একটু ও বিরত , নেই আর থাকবো কেন !
তোমাদের জন্য আমার একটুকু জীবন ।
এখন বন্দী থাকো , আমার ছিলে ।
আমার আছো , আমার থাকবে ।
সব না পাওয়ার তৃষ্ণা ,
হাসি ফোটাবে
ফুল ফোটাবে , ........ শব্দ শোনাবে !