তোমাকে নিয়ে লিখবো না আমি,
আমার নিশ্বাসরা লিখুক পথ চেয়ে ।
ওরা তো আর ঘুমাতে পারে না ,
হয়তো কোন‌ও একদিন ঘুমাবে বলে !
আমার সময় কম , দিনের শেষে
অঙ্ক কষে ।
তাই সময় পেলেই , তোমাকে নিয়ে
থাকি বসে ।
নিশ্বাসরা অনেক শব্দ জানে ,
লেখে অনেক কথা ।
আমার সময় হয় না , এইটুকু তো ব্যথা ।
কত নদী , কত পাহাড় তোমাকে
নিয়ে , ঘোরে কেমন আপন মনে ।
আমার সময় হয় না ,তাই এই কান্না
একটু একটু করে লিখি গোপনে ।
থাক , নিশ্বাস রা লিখছে লিখুক ,
সময় পেলে পড়বো , আঁকবো ছবি ।
আমি আর হতে পারলাম কই !
আমার নিশ্বাসরা হয়েছে কবি ।