এই বুঝি এলো ভ্রমর দ্বারে ,
দিবানিশি প্রহর গোনার পরে !
গোটা ব্রহ্মাণ্ড সব হাসি জুড়ে
আজ যেতেই হবে উড়ে  ।
উড়ি ভাসি ,ভালোবাসি আমাদের রোদ ।
সোনাঝড়া দিন ,একগাল হাসি ,সব শোধ!
ভাঙা ঘরে , চাঁদের আলো হয়ে এলি।
পৃথিবী তুই এবার‌ই পূর্ণতা পেলি ।
ছোট্ট থেকে বড়ো থেকে আরও বড়ো ।
পাহাড়ের বুকে শুধুই হাত টাই ধরো  ।
ভাঙা থেকে গড়া , গড়ার স্বপ্ন নিপুণ ,
চোখে চোখে রেখে না ঘুমানোর ধুম ।
চলো বেশ লাগি , আমদের প্রিয় গানে ,
সুজন আইলো বুঝি এইটুকু হোক মানে।