লজ্জায় ঝলসিত মুখ
কলঙ্কের কালো কাপড়ে ঘেরা,
ঘুরপাক খায় যমদূত
জরাজীর্ণ আমার ডেরা।



সেই আদি কাল,
গুহায় বাস তোমার আমার।
কিছু পাথরকে হাতিয়ার করে
কলের উপর কল গড়ে
আজ এ সভ্যতা।



এ কি সভ্যতা ?
দেখি জীবন্ত মুসলিম পোড়া
গরম লৌহ খণ্ড হিন্দুর গায়,
বোমায় চূর্ণ কোন খ্রিষ্টান নরনারী
হত্যা জঙ্গ বৌদ্ধের দরজায়।



এ কেমন সভ্যতা?
পণ্য রূপে নারী
দাস রূপে নর,
প্রভাবের কাড়াকাড়ি
ধর্ম নড়বড়।



তবে কি মহাকাল উল্টো পথে ?
লজ্জার রথ জোরসে ছোটে।