অনেক কাল পরে
হয়তো শক্ত হাতে
আজকের মত,
কলমটা ধরতে পারবোনা।
লেখা গুলও হয়তো একেবেকে যাবে
তোমার চুলের ভাঁজের মত।

যদি বলি !
তুমিই সত্য
আমার সকল ভুলের মাঝে।
তুমিই নিশ্চুপ আঁধার
আমার অনিষ্ট আলোর মাঝে।
এসব অর্থহীন প্রলাপ আর তোমায় দোল দিবেনা,
তুমি যা চাও, আমি আর  তা চাবনা।

আমার গড়ে দেওয়া বিছানায় আজও তুমি ঘুমিয়ে
তোমার স্পর্শ গুলো জেগে ওঠে সবার চোখ লুকিয়ে।

শেষবেলা লেখা হল তোমার কাব্য-গীত
কলম যে আজ আমার বিপরীত।