আমি দেখেছি তোমায় প্রকৃতির সাথে মিশে যাওয়া ও
মেঘ বালিকা
তুমি কি দেখছ আমার এই আকুলতা,  
আমি চেয়ে আছি তোমার কাজল কালো চোখে
তোমার শুভ্র হাসিতে আমাকে সুভাষিত করেছো তুমি,  
আমি দেখেছি স্বপনে জাগরণে শুধু্ই তোমাকে
সুপ্ত বাসনা মনে আজ গ্রহন করে নেবে কি তুমি আমাকে?
মনের এই আঙ্গিনায় শুধু্ই তোমারি বসত,
আগলে রাখবো সকল কিছু থেকে ও মেঘ বালিকা করছি আজ শপথ।


মেঘ বালিকা দুরন্ত হাওয়ায় উড়ছে তোমার শাড়ির আঁচল
মাতাল হাওয়ায় ভাসছে এই মন হারিয়েছে আমার দু কোল,  
তোমার কথার ফুলঝুরিতে আমি হয়েছি পাগল আজ
তোমার চোখের মাঝে নিজেকে হারিয়েছি আর ভুলেছি সকল কাজ,  
অনেক প্রতিক্ষার পর হয়েছ আজ তুমি আমার
আসবে এই জীবন এ নতুন আলো যখন দুজনে হাত এ হাত রাখব আবার।


তুমি যেন আমার রংতুলির আঁচড়ে আঁকা কোন এক ছবি    
সত্যি কি তুমি আঁকা কোন ছবি নাকি তুমি আমার মায়াবী দেবী?