ঐ দূর দিগন্তে সূর্যের লাল আভাটা ছড়িয়ে পরেছে চারিদিকে
অস্ত যাওয়া সূর্যের লাল আভাটাকে মনে হচ্ছে তোমার কপালের সিঁদুর
মেঘের কোলে যখন রোঁদ হাসে
মনে হয় তুমি হলুদ শাড়ি পরে হেঁটে যাচ্ছ ঐ দিগন্ত পাড়ে।


কালো মেঘ যখন ঢেকে ফেলে আকাশটাকে
মনে হয় তখন উড়িয়ে দিয়েছো তোমার কালো শাড়ির আঁচল
চারদিকে যখন মাতাল হাওয়া বয়ে চলে
তখন ভাবি খুলে দিয়েছো তোমার এলো চুলগুলো।


শুভ্র রঙ্গিন আকাশটা যখন থাকে একা বিষণ্ণতায়
হাতছানি দিয়ে ডাকছ তুমি, নিয়ে যাবে কোনো এক অজানায়
মায়াবী ছায়ায় আর মনেরই মায়াতে
জেগে জেগে বসত তোমারই মনেরি ঘরে।


পড়ন্ত বিকালে চলো না দুজনে সূর্যের অন্তিম যাত্রা দেখি
চলো না দুজন মিলে আকাশটাতে আজ রংধনু আঁকি
চলো না দুজনে হাত ধরে গোপনে হারিয়ে যাই
যেখানে তুমি আর আমি ও বিহঙ্গরা গান গায়।


কোনো এক নীল জোছনায় বসে একা নির্জনেতে
শুধু স্মৃতিগুলো জেগে থাকে আবছা ছায়ায় মনের ছোট্ট কুঠরিতে
শূন্যতায় ভেসে গেছে সব অতীত
আমি মনের রংতুলি দিয়ে এঁকেছি আবার ঐ আকাশটাকে।
আমারি আকাশ আর আমার আঁকা ছবি গড়ে তুলেছে মেঘের ঐ দেয়াল
একটু একটু করে কাছে এসেছি হয়নি কোন খেয়াল
অবাক সব স্বপ্নগুলো হচ্ছে যে আজ পূরণ
তোমার ভালোবাসাতে জন্ম আমার তাতেই আমার হয় যেনো মরণ।