মনের গহীন কোণে বেঁধেছ বাসা তুমি
উত্তাল সাগরের স্রোতে পরেছি আজ আমি,
জানি না কি চলছে এই মনে সারাক্ষণ
তোমারই বিরহে চলছে মনে আজ অন্বেষণ।


তোমারই ভাবনায় মত্ত থাকি আমি সারাবেলা
পুব দিগন্তের সূর্য তোমার ললাটে করছে খেলা,
অতৃপ্ত মন আমার মিটে না তৃষ্ণা
কত অদেখা দেখেছি তবুও মিটে না দেখার নেশা।


নতুন নতুন চিন্তার রেখাগুলো উড়ে বেড়ায় বাতাসে
আমার স্বপ্নের পাখিগুলো উড়ে যায় আকাশে,
আমি বৃষ্টির ঝরে পরা ফোঁটায় দেখেছি তোমায়
এঁকেছি তোমার ছবি এই মনে নির্জন নিরালায়।


আমি তপ্ত রোঁদে পুরে অনেক কেঁদেছি
দূর কাশবনে পড়ন্ত বেলায় আমি তোমায় দেখেছি,
আমার মনে ভিতর চাঁপা কষ্টগুলো এখনো কমেনি
শুধু তুমি আমায় ছেঁড়ে চলে যাবে কখনো ভাবিনি।


আমি অনেক চূর্ণ হবার পর আবার জেগেছি
আমি তোমার খোঁজে ঘুরে ঘুরে অনেক মরেছি,
অনেক হারের পর আমি ভেঙ্গে পরিনি
শুধু তোমাকে হারাবার কথা আমি স্বপ্নেও ভাবিনি।


কতটা সময় হারিয়ে গেছে আজ বুজেছি
আমি অনেক স্রোতে এখনো ভেসে আছি,
শুধু ভাবিনি তোমায় দিতে হবে বিদায়
পুরানো দিনের কথা আজ আমাকে কাঁদায়।


স্বপ্নগুলো আজ উঁকি দিচ্ছে দক্ষিণে জানালায়
তোমার গানগুলো চলছে এখন আমার গলায়,
দেখেছি আমি আকাশে মেঘের হাসি
জল রঙ এ আঁকা তুমি যে আমার প্রেয়সী।