মদন বাবু বরের বেশে
সদ্য গেলেন কনের দেশে
গেটে এলেন রুমাল টেসে
শ্যালিকা, চিরতা দিলো হেঁসে।


ক্লন্ত মদন ক্লান্তি নাশে
চুমুক দিয়ে উঠেন কেঁশে
তেতো রসে মুখ ভরে
পণ,শোধ নিবেন পরে।


সাত পাক, যঞ্জ গেলো
ফুল শয্যার লগন এলো
বিড়াল খুঁজে রাত পোয়ালো
মরার বিড়াল বউয়ের কুলো।


স্বাদের দুধ বিড়াল খেলো
প্রাতে,শ্যালী -মালী এলো
মোটা অংকের বকশিস নিলো
মুচকি হাঁসি ফেরত দিলো।


বাসি খাটও শুচি হলো
সবাই নিজের জায়গা নিলো
নব-বধু রয়ে গেলো
মদন একাই ফিরে এলো।