সোনালী সকালে রোদ হেসেছে
আমার কানন বাগেঁ
যেথায় ফুটেছে গোলাপ পাপঁড়ি
টুকটুকে লাল হয়ে।


আরও আছে হাসনাহেনা
জুই চামেলি কত
হরেক রকম ফুলের গ্রানে
মাতোয়ারা সবে।


পুবধারেতে গাদাঁ ফুলের
হরেক রঙের বাস
ছিড়তে ফুল ভেবে দেখ
থাকবে কি তাজা সারারাত?


সূর্যমুখী তারই পাশে
বুক উচিয়ে রয়
সকাল দুপুর সন্ধ্যে তাহার
অনেক পরিবর্তন হয়


ডাইনটাস আর পিটনিয়া চুপটি করে রয়
এই দেশেতে নব্য তারা, কেঊ ভিনদেশীও কয়।
টগর মালতি চাপাঁ ফুলের কদর গেছে কমে
দিন রাত্রি রজনীগন্ধা আর গোলাপ সবাই কিনে


নাম না জানা কতক ফুলফল
আমার ছোট বাগেঁ
নিমন্ত্রণ রইলো প্রিয়!
আঁখি ভরে দেখিবার তরে।