এ মুখে স্বাধীনতার উত্তাপ নেই,
নেই গনতন্ত্রের ছোয়া!
সত্যি কিছু বলতে গেলেই,
খাটিয়ার পাশে জ্বলে আগরবাতির ধোয়া!


রায় যদি দেই যোগ্যতাকে,
আমার ইচ্ছে-মতে।
রাতদুপুরে ধর্ষিত হই,
অমানুষদের হাতে।


বিবেক তাদের ধবংস হয়ে,
নেমেছে অনেক নিচে।
ঘরেও নাকি তাদের-
আবার, মা-বোন আছে।


নরপিশাচরা দলকানা হয়ে-
করে যা ইচ্ছে তা!
শাস্তির বেলায়ও তাদের আবার,
মুক্তি অনেক সোজা!


ক্ষমতা যাদের অন্ধ করে
আলো পাবে কিসে?
কি ভাবে সে জন্ম নিল
বুজবেই বা কি করে?


সুশীল যারা ক্ষেপে ওঠে
বললেই কেউ "খামোশ",
আজও বুজি জাগে নি তাদের
কোন রকম হুশ!


দালাল আর চামচা যারা
সুশীল তকমা গায়ে,
ভেবেছিস কি সেও নারী-
জননী" চার সন্তানের!!


জানি, কাপবে না বুক এবেলায়
নেই এখানে চামচামির দাম!
মনে রাখিস, দিতে হবে একদিন
এর চরম প্রতিদান।


দেশ মার্তৃকার এ ধর্ষণে যারা আজি চুপ
এরপরেই তো তোমার পালা,
জনতাও তা দেখবে!
রহিবে নিশ্চুপ!!


কালের বাকে সভ্যতাকে
দিস না কেউ ছাড়ি,
স্বাধীনতার মানকে রাখিস
একটু হলেও ধরি।


০২/০১/২০১৯ ইং
ব্রাহ্মণবাড়িয়া।