কোথায় আজ শান্তির বাতি!
শিরিয়াতে আজ হচ্ছেটা কি?
মুসলিম কেন চুপসে গেলি
ভাই হারালে ভাই কি পাবি?
বিশ্ব বিবেক কোথায় আজি
মানবতার এ কোন নীতি?
শিশু ও নারীর এ কোন গতি
নিজের হলে কি বসে থাকতি?
খুনের রঙে ডুবছে সবে
বিবেক তোদের হবে কবে?
ক্ষমতার ঐ মসনদ কি রবে
চিরকাল?


জেগে উঠ নতুন করে
মশাল টাকে উচিয়ে ধরে,
বজ্রকন্ঠে বীর সেনানী
ক্ষেপে উঠ আজি।
ভেবেছ কি কেমন করে
বেচেঁ থাকে তারা-
সেই বিষণ্ণতার রজনীগুলি?


জাতিসংঘের শান্তি কোথায়,
ওআইসি'ই বা করছে কি?
রাজতন্ত্রের মসনদ বাচাঁতে চুপসে থাকে কেউ নিরবধি!
ভাই মরছে আজ, কাল তোর হবে কি?
তবুও মুসলিমের খুন আজি হিমেল!
খুনের রঙে সেজেছে দেখ-
কত লক্ষ স্বজন।
খোদার তরে বিচার দিলাম
রক্ষে কর তাদের,
নিষ্পাপ এই ফুল গুলোর সুভাস ছড়াও ভবে।
নীতিবানের এ কোন নীতি মারছে মানুষ দিবানিশি?


রক্ত মাখা আর কোন মুখ
দেখতে আমি চাইনা,
বিশ্ববাসী যাপিয়ে পর
বাচাঁও ফুলের পসরা।
নিষ্পাপ সেই ফুল গুলি আর নারীদেরই বা কি দোষ, হিংসে কেন তোদের আজি -কেন মুসলিম বিদ্বেষ?


২৬/০২/২০১৮ খ্রিষ্টাব্দ,