কখনো রাতে ঘুম ভেঙ্গে গেলে কেউ না জানলেও তুমি জানতে
এখনও রাতে ঘুম ভাঙ্গে,রাত জাগি। এখন আর কেউ জানেনা,
জানে, যারা জেগে থাকে, জানে-
রাতের আঁধার, টিকটিকি তেলাপোকা এবং খাবার খুঁজতে থাকা নেংটি ইঁদুর।
তফাৎ এই-
আমাকে জাগতে দেখে তুমি পালাতেনা
কিন্তু ওরা পালায়
আমি মানুষ, আগে যেমন ছিলাম
এখনো তেমনি আছি
রাতও আগের মতই আঁধার হয়
মাঝরাতে ঘুম ভাঙ্গে, রাত জাগি
কিন্তু আর কেউ জানেনা
শুধু আমি জানি ,আমি জেগে আছি।
এই জেগে থাকাও একদিক দিয়ে ভাললাগে,স্বস্তি বোধ হয়
কেননা ,ঘুম প্রকারান্তরে মৃত্যুর সহোদর
আঁধার,কবরের নিস্তব্ধতা-
শিউরে উঠি, কল্পনায় লোকান্তরিত হই
জীবন অস্তিত্বহীন ঠেকে। হঠাৎ আবার ঘোর কাটে, গায়ে চিমটি কেটে অস্তিত্বের পরখ করি
সুস্থতাবোধে আবার ঘুমিয়ে পড়ি
রাত ঘুমোলে ভোর হয়, মুয়াজ্জিনের আযান কানে বাজে,ঘুম ভাঙ্গে জেগে উঠি
যেন এই আঁধারই আমার জীবন বিহার।