আজ দু’জনায় দেখা হলো অনেক দিনের পর
ভাবিনি আর ভাব বিনিময়
হবে পরস্পর।


এই তুমি সেই আগের মত বাড়িয়ে দিলে হাত
বললে কথা মিষ্টি হেসে
ভুলে প্রতিঘাত।


দুপুর গড়া বিকেল বেলায় দখিন হেলা রোদ
শুদ্ধ করে দিল বুঝি
মনের জমা ক্রোধ।


দ্রোহ নদের পাগলা স্রোতে থাকলে বসে নায়
প্লাবন তোড়ে ভেসে গেলে
আবার উঠা দায়।


জানতো কি কেউ এমন হবে নেবে এত দর
এই আমি সেই আগের আমি
তোমার বালুচর।


আজ দু’জনায় দেখা হলো অনেক দিনের পর
ভাবিনি আর ভাব বিনিময়
হবে পরস্পর।