কবে যে বিবাহ নামক সম্পর্কটি পৃথিবী সমাজের সাথে একাত্ব হয়েছিল
কেউ জানেনা
জানে শুধু ধর্মতত্বের বিধান
আর বিশ্বাসীরা।
তাই বিবাহ নামক সম্পর্কটির অদ্যাপি বিশ্বাসই মূলমন্ত্র
বিশ্বাসে আঘাত এলেই ভেঙ্গে চুরমার
কিন্তু এ তো ধাতব খণ্ড নয় যে
ছড়িয়ে ছিটিয়ে পড়বে খণ্ড-বিখণ্ড হয়ে
তথাপি খণ্ড-বিখণ্ড হয়
হয় চৌচির লোকচক্ষুর আড়ালে
রক্তক্ষরণ হয় কিন্তু গড়িয়ে পড়েনা
বুঝে শুধু স্নায়ুযন্ত্র আর আকাশের তারা
এবং ফালিফালি হওয়া দুটি হৃদসাগর
ছুটে জনস্রোতে হুছড় খায় খড়টুকুনে
সামলে নিয়ে আবার ছুটে
যেন বহমান নদী
যেমন ছুটে সমুদ্রের দুটি ভিন্নস্রোত পাশাপাশি
মিলিত হয়না কখনো
দুই রঙা সমুদ্র স্রোতের সাথে কী আশ্চর্য মিল
ঘরভাঙা স্রোতে
এবং বিবাহ বরফাচ্ছাদিত সূউচ্চ পর্বত
যেখানে বরফ জমে বরফ গলে
ফের জমে ফের গলে
অতঃপর.......আবার জমে...