আষাঢ বারিষণ ঝরছেতো ঝরছে
নদ নদী খাল বিল ভরছেতো ভরছে।
ডিকবাজি খায় মাছ রাজপথ-গলিতে
জলযান নয় গাড়ি সাঁতরায় চলিতে।
শ্রাবণের ঝমঝম প্লাবনের গুরু
বরষার নাম শুনে বুক ধুরুধুরু।
নৌকা ও জলযান হুশিয়ার চলতে
বিপদের অগ্রীম সে কী আর বলতে।
সাবধানে নেই মার হয় গুরু বাক্য
ইতিহাস বারবার দেয় তারি সাক্ষ্য।