(বরেণ্য কবি শ ম শহীদের প্রতি)


চিত্র আঁকে স্লেট পেন্সিলে অ আ ক খ পড়তে
চেষ্টাতে তার হয়না ত্রুটি ইমারত এক গড়তে।
কে জানে তার ভবিষ্যতে কী যে আছে লেখা
ছোট্ট শিশুর বড় আশা চাই হওয়া সব শেখা।


স্বপ্ন নিয়ে যে শিশুটার পড়লো হাতেখড়ি
সেই শিশুটা বড় হলো অলীক ঘোড়ায় চড়ি।
কিশোর হয়ে এই সমাজে দেখলো যখন চোখে
টাকার লোভে মারছে ছুরি একে অন্যের বুকে।  


কমল হৃদয় বিগড়ে গেল চাই হওয়া যে দামী
সন্ত্রাসীতে নাম লিখিয়ে হলো বিপথগামী।
স্বপ্ন ভাঙার দোষটা কি তার?নাকি মোদের আছে ?
নৈতিকতার লাগাম যে ভাই পিতা মাতার কাছে।