উঠছে ঢেঁকি নামছে ঢেঁকি ক্যারেং ক্যারেং ক্রিং
খাম্বা মাথায় হাম্বা ঠ্যাঁশে মাথায় লোহার রিং।


উঠছে ঢেঁকি নামছে ঢেঁকি ছাঁটছে ধানের ছাল
পায়ের চাপে ছন্দ তুলে বের করে নেয় চাল।


উঠছে ঢেঁকি নামছে ঢেঁকি গেয়ে শোকের গীত
উঠা নামায় নেই বিরতি ঠাণ্ডা গরম শীত।


উঠছে ঢেঁকি নামছে ঢেঁকি ছুটায় গায়ের ঘাম
লঙ্কা বিজয় করছে যেন সীতা লক্ষণ রাম।


উঠছে ঢেঁকি নামছে ঢেঁকি উপছে ফেলে ধান
জন্ম থেকে চলছে গেয়ে শোক বিরহের গান।


উঠছে ঢেঁকি নামছে ঢেঁকি সকাল সন্ধ্যা ভোর
তালে লয়ে যায় গেয়ে সে আমার গানের সুর।