ওরে-
ধর্ম কি আর মানুষ গড়ে
ধর্ম ঐশ্বরিক।
বর্ণ ভেদে ধর্ম চালায়
মানুষ সাঙ্ঘাতিক।
ধর্ম কি আর মানুষ গড়ে
ধর্ম ঐশ্বরিক।


কোথাও দেখি ভাষাভেদে
ধর্মে বিভাজন
মানুষ মাঝে শ্রেণীবিন্যাস
করে অকারণ।
ব্যক্তি স্বার্থে ধর্ম কোথাও
সৈন্য পদাতিক।
ধর্ম কি আর মানুষ গড়ে
ধর্ম ঐশ্বরিক।


কেউ করে আকারে ভজন
কেউবা নিরাকার
আশ্রয় আর গন্তব্য সমান
বেহেস্ত সবাকার।
বালুচর কয় এমন খেলা
জেতা অলৌকিক।
ধর্ম কি আর মানুষ গড়ে
ধর্ম ঐশ্বরিক।