একেলা থাকা যদি, ভাল না লাগে
জানিয়ে দিও প্রিয়া,আমাকে আগে।
আমি-
জোনাকী আলোয় যাব
ঝিঁঝিঁ পোকা হয়ে
মিটিমিটি আলো দেখে
চেনে নেবে ছুঁয়ে।


সেই আমি আজও তব
রই পথ চেয়ে
সেই তুমি পাশে বসে
যাবে গান গেয়ে।
তোমাকেই ভালবাসি- তুমি মোর প্রাণ
তুমি ছাড়া এ জীবন-আলোহীন ম্লান।  


চেয়ে দেখো চাঁদ মাঝে
নির্মলা জ্যোতি
ধার করা আলো তবু
গাই মোরা স্তুতি।


কে ভাসে সুখের নদে— একা পৃথিবীতে
দ্বিত ছাড়া দেহ মন — ভরে কি পিরীতে।
একেলা থাকা যদি, ভাল না লাগে
জানিয়ে দিও প্রিয়া,আমাকে আগে।