ও ঘুম আয়রে আয়
দুচোখ ভরে আয়-
খোকনসোনা ডাকে তোরে
ফুলের বিছানায়।


আসলে তোরে খেতে দেব
বসতে দেব পিঁড়ি
নীল পরীদের দেশে যেতে
জুড়ে দেব সিঁড়ি।


ফুল পরীদের সঙ্গ পেয়ে
নাচবে তুমি দোলে
ঘুম পাড়ানি গান শুনিবে
বসে মায়ের কোলে।
রাঙা প্রভাত আদর দেবে
গভীর মমতায়।


রাত পোহালে ভোরের আলোয়
উঠলে গেয়ে পাখি
সেই প্রভাতে দুইহাতে তোর
পরিয়ে দেব রাঁখি।
সূর্যি মামা দূর আকাশে
ডাকবে ইশারায়।


ও ঘুম আয়রে আয়,
দুচোখ ভরে আয়-
খোকনসোনা ডাকে তোরে
ফুলের বিছানায়।