কার চাহনি মেঘের ভেলায়
বিজলিভরা চোখে
চমক লাগে দুই নয়নে
কাঁপন ধরে বুকে।


হাওয়ায় খেলে প্রেমের খেলা
মেঘবালিকার সনে
দে দোল দে দোল দোলনা দোলে
তারায় শুভক্ষণে।


আকাশ মাঝে এমন খেলা
দেখে ফড়িং ছানা
বিয়ে খেতে যায় ছুটে সে
মেলে দু’খান ডানা।


গ্রহ তারা চাঁদের বুড়ির
দেখে মজার খেলা
আসর ভেবে ঝাপটা এসে
সাজায় বিয়ের ভেলা ।


ইর্ষাতে যেই সূর্য কিরণ
ঝিলিক দিল তুলে
প্রাণ বাঁচাতে সবাই ছুটে
আমোদ-ফুর্তি ভুলে।